বদলগাছীতে এক প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং-এর হামলা, আহত ২


banglabrimewp প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন / ১০০০
বদলগাছীতে এক প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং-এর হামলা, আহত ২

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।

শুক্রবার, ২৪ অক্টোবর বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলারপালশা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে থাকেন ফিরোজ হোসেন। গত প্রায় ৫ মাস আগে পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার এলাকার ৫/৬ জনকে মালদ্বীপে নিয়ে যায় ফিরোজ ও রনী নামে দুইজন। কিন্তু সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি।

আজ টাকা ফেরত চেয়ে ওই ৫/৬ জনের আত্মীয়-স্বজন দুলালের বাড়িতে যায়। সেখানে কথা হয় দুলালের স্ত্রী ও কন্যা সন্তানের সঙ্গে। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় থানা পুলিশ। সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হয়। কিন্তু এরই মধ্যে স্থানীয় একটি কিশোর গ্যাং গ্রুপ রানার নেতৃত্বে ১৫-২০ জনের সদস্য হঠাৎই হামলা চালায় দুলালের স্ত্রী ও সন্তানের উপর। এতে আহত হয় অন্তত ২ জন।

একই এলাকার রানার সাথে কথা হলে তিনি জানান, আমি কাউকে মারধর করিনি এবং মারধর করার জন্য হুকুমও দেয়নি।

তবে ঘটনার সত্যতা স্বীকার করে বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, পুলিশ সব পক্ষকে শান্ত করতে চেষ্টা করেছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযোগ হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনী ব্যবস্থা নেয়া হবে।