বিএনপি নেতা আলমগীরের পিতার মৃত্যুবার্ষিকীতে অসহায়দের মাঝে খাবার বিতরণ


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন / ১০০০
বিএনপি নেতা আলমগীরের পিতার মৃত্যুবার্ষিকীতে অসহায়দের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জের কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক হৃদয়স্পর্শী মানবিক উদ্যোগের আয়োজন করা হয়। এদিন  অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়, যাতে উপস্থিত ছিলেন স্থানীয় শুভানুধ্যায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই উদ্যোগে সহযোগিতা করে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ পরিবার। তারা বলেন, সমাজে অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দিতে পারা মানবতার সর্বোচ্চ আনন্দ।

অনুষ্ঠান চলাকালে বিএনপি নেতা আলমগীর হোসেন তাঁর প্রয়াত পিতার স্মৃতিচারণ করে বলেন,
“আমার বাবা সারা জীবন মানুষের উপকারে নিজেকে নিবেদিত করেছিলেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন—মানুষের সেবা করাই সবচেয়ে বড় ইবাদত। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা সেই শিক্ষাই বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমার বাবার আত্মার মাগফেরাত কামনায় সবাই দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সবাই মিলে সমাজের গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে চাই।”

খাবার বিতরণ শেষে তাঁর পিতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।