
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মসজিদে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর খোরশেদ আলম মোল্লা, এডিশনাল পিপি এ্যাডভোকেট মশিউর রহমান শাহিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এ্যাডভোকেট তরিকুল ইসলাম বুলবুল, জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক এ্যাডভোকেট মাইনুদ্দিন রেজা, সাবেক আপ্যায়ন সম্পাদক এ্যাডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, সাবেক সমাজসেবা সম্পাদক এ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম এবং এ্যাডভোকেট নয়ন ঢালী প্রমুখ।
দোয়া শেষে এ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নয়, বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী প্রতিটি মানুষের হৃদয়ের নেত্রী। তিনি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন। আজ তিনি শারীরিকভাবে অসুস্থ হলেও তাঁর আদর্শ ও নেতৃত্ব এখনো কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি— আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন, দীর্ঘ জীবন দান করেন এবং আবারও দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার শক্তি ও সুযোগ প্রদান করেন। দেশের জনগণ তাঁর সুস্থতা কামনায় আজ ঐক্যবদ্ধভাবে দোয়া করছে, আমরা বিশ্বাস করি আল্লাহ নিশ্চয়ই দোয়া কবুল করবেন।”
আপনার মতামত লিখুন :