নাজমুল হোসেন, ঠাকুরগাঁও (রাণীশংকৈল)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মিজানুর রহমান, উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সম্পাদক হুমায়ুন কবির, সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, বিজিবির কোম্পানি কমান্ডারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি, এবং সম্প্রতি কিছু প্রতিষ্ঠানে তালা ভেঙে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও চুরি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর হতে হবে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জনগণকেও ভূমিকা রাখতে হবে বলে মত দেন তারা।
আপনার মতামত লিখুন :