মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


Ruhul Amin প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১০:৩১ অপরাহ্ন / ১০০০
মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নাংলা ইউনিয়নের বাঁধের মাথা বাজারে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে এক সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মাদারগঞ্জ মডেল থানা আয়োজিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ—এইসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান। তিনি বলেন,

 

“আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু পুলিশের নয়। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ অবস্থান থেকে সচেতন হয়, তবে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ সামাজিক অপরাধ অনেকাংশে হ্রাস পাবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার এসআই সাইফুল মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা নুরুল আমিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রসুল মাহমুদ, যুবদল নেতা সোহেল রানা বাবু, ওলামা দলের সভাপতি মাওলানা রক্তিম, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফায়েজুল ইসলাম লাঞ্জু, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম সোনা ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন বাঁধের মাথা বাজার বণিক সমিতির সভাপতি ডা. শাহিনুর ইসলাম, এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা।

বক্তারা সমাজে নৈতিক মূল্যবোধ চর্চা, যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, নিয়মিত এমন বিট পুলিশিং সভা হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং জননিরাপত্তা আরও সুদৃঢ় হবে।